গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বরামা গ্রামে অনুষ্ঠিত হলো তৃণমূলের কাঠগড়ায় ব্যতিক্রমধর্মী গণসংলাপ অনুষ্ঠান।
মঙ্গলবার(২১ অক্টোবর) বিকেলে বরামা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা। এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা যুবদল আহ্বায়ক সারোয়ার হোসনে শেখ, যুগ্ম আহ্বায়ক সোহেল ফকির, নজরুল ইসলাম, আসাদুজ্জামান নূর মাসুম, শেখ নজরুল ইসলাম, ওয়ার্ড বিএনপি সভাপতি শাকিল আহমেদ কাজল, মোশাব্বফ হোসেন বেপারি প্রমুখ নেতৃবৃন্দ।
‘তৃণমূলের কাঠগড়ায়’ শীর্ষক এই আয়োজনে সরাসরি স্থানীয় জনগণের মুখোমুখি হন নেতারা। এতে সাধারণ মানুষ তাদের মতামত, অভিযোগ ও প্রত্যাশা তুলে ধরার সুযোগ পান মনোনয়ন প্রত্যাশী আতাউর রহমান মোল্লার কাছে।
স্থানীয়দের মতে, আতাউর রহমান মোল্লা একজন জনবান্ধব নেতা। অতীতেও তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন, এখনও রয়েছেন। তিনি শুধু রাজনৈতিক নেতাই নন, জনগণের সত্যিকারের প্রতিনিধি বলেও মন্তব্য করেন অংশগ্রহণকারীরা।
অনুষ্ঠানটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। এমন এক প্ল্যাটফর্মে সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতার সরাসরি যুক্ত হওয়া গণতান্ত্রিক চর্চার জন্য ইতিবাচক বলে মনে করছেন অনেকে। স্থানীয় জনগণের প্রত্যাশা, আগামী নির্বাচনে গাজীপুর-৩ আসনে এমন জনবান্ধব নেতাকে এমপি হিসেবে দেখতে চান তারা।