সোমবার (২৬ আগস্ট) রিজভীর স্বাক্ষর জাল করে একটি প্রেস বিজ্ঞপ্তি ফেসবুকে পোস্ট করা হয়। বিষয়টি নিয়ে রিজভীর স্বাক্ষরিত একটি বিবৃতিতে জানানো হয়, ওই প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। বিএনপির দপ্তর থেকে এ ধরনের কোনো প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়নি বলেও তিনি নিশ্চিত করেন।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজেও বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করে নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।
রুহুল কবির রিজভী দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, কোন স্বার্থান্বেষী কুচক্রী মহল তার স্বাক্ষর জাল করে মঙ্গলবার (২৬ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করে। ফেসবুকে পোস্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। বিএনপির দপ্তর থেকে তার স্বাক্ষর করা এ সংক্রান্ত কোনো প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়নি।