বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫
No menu items!
বাড়িরাজনীতিযারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়, তারা গণভোট চায় না: মাসুদ

যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়, তারা গণভোট চায় না: মাসুদ

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, জাতীয় নির্বাচনের আগে জনগণের মতামত যাচাইয়ের জন্য গণভোট অত্যন্ত প্রয়োজন। যারা গণভোট চায় না, তারা সুষ্ঠু নির্বাচনও চায় না। তারা ষড়যন্ত্রের মাধ্যমে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) পটুয়াখালীর বাউফল পৌরশহরে দিনব্যাপী গণসংযোগ ও পথসভা চলাকালে তিনি এসব কথা বলেন।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। জনগণ এবার ভোট দেবে দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব ও মাদকের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে। জামায়াত বিজয়ী হলে একজন এমপি নয়, বরং বাউফলের সাড়ে চার লাখ মানুষ হবে সত্যিকারের প্রতিনিধি (এমপি)। আমরা জনগণের সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই।

তিনি বলেন, যারা আমাদের মা-বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে, তাদের জবাব এবার ব্যালটের মাধ্যমেই দেওয়া হবে। জামায়াত বিজয়ী হলে আমরা গড়ে তুলব চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আধুনিক, উন্নত বাউফল।

গণসংযোগে উপস্থিত ছিলেন- উপজেলা নায়েবে আমির মাওলানা মো. রফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি অধ্যাপক মো. খালিদুর রহমান, কেন্দ্রীয় নেতা আতিকুল ইসলাম নজরুল ও আরিফুর রহমান পলাশ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাস্টার মো. রেদওয়ান উল্লাহ, পৌর সেক্রেটারি মো. আব্দুল হান্নান প্রমুখ।

গণসংযোগ চলাকালে ড. মাসুদ বাউফল বাজার, ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজ, বাউফল সালেহিয়া ফাজিল মাদ্রাসা, বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও বাউফল আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

 

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ