রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
No menu items!
বাড়িরাজনীতিমালয়েশিয়ায় এনআইডি সেবা চালু করছে নির্বাচন কমিশন

মালয়েশিয়ায় এনআইডি সেবা চালু করছে নির্বাচন কমিশন

প্রবাসীদের ভোটাধিকার সচেতনতায় বিশেষ কার্যক্রমের উদ্যোগ হিসেবে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ কার্যক্রম চালু করতে যাচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। চলতি সপ্তাহেই মালয়েশিয়ায় এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়েছে, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং রাজবাড়ীর জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ জালাল উদ্দিন ১৪ সেপ্টেম্বর (রোববার) থেকে ১৭ সেপ্টেম্বর (বুধবার) পর্যন্ত মালয়েশিয়া সফর করবেন।

সফরকালে তারা মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতায় প্রবাসী বাংলাদেশিদের জন্য এনআইডি সেবা এবং ভোটার নিবন্ধনের কার্যক্রমের উদ্বোধন করবেন। এছাড়াও, প্রবাসীদের ভোটাধিকার নিয়ে সচেতনতা বৃদ্ধিতে মতবিনিময় সভা এবং বিভিন্ন সভা-সেমিনার আয়োজন করা হবে।

বর্তমানে ১০টি দেশের ১৭টি দূতাবাসে এনআইডি কার্যক্রম চালাচ্ছে ইসি। অনলাইনে services.nidw.gov.bd পোর্টালের মাধ্যমে প্রবাসীরা ভোটার নিবন্ধনের আবেদন করতে পারছেন।

ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, জাপান ও কানাডায় এনআইডি সেবা চালু হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র, ওমান, দক্ষিণ আফ্রিকা, জর্ডান ও মালদ্বীপে এ কার্যক্রম চালুর অনুমতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পর্যায়ক্রমে ৪০টি দেশে এনআইডি সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ