নির্বাচনী পরিবেশ সরেজমিনে পর্যালোচনার লক্ষ্যে বান্দরবান সফর করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। সফরকালে তিনি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে একাধিক মতবিনিময় সভায় অংশ নেন।
সোমবার (৫ জানুয়ারি) সকালে বান্দরবান পুলিশ লাইন্সে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার বলেন, দীর্ঘদিন দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার ঘাটতির পর এখন একটি অংশগ্রহণমূলক ও সত্যিকার অর্থে গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগোচ্ছে বাংলাদেশ।
তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালের জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি জাতীয় জীবনের সবচেয়ে বড় ইভেন্টগুলোর একটি। এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের হারানো ভাবমূর্তি পুনর্গঠনের সুযোগ সৃষ্টি হবে।
নির্বাচন কমিশনার আরও বলেন, অতীতের বিতর্কিত নির্বাচনগুলোতে শুধু নির্বাচন কমিশন নয়, দেশের প্রায় সব প্রতিষ্ঠানই কলঙ্কিত হয়েছে। ভবিষ্যতে এমন কোনো ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে নির্বাচন কমিশন দৃঢ় প্রতিজ্ঞ।
আইনশৃঙ্খলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের অন্যতম পূর্বশর্ত হলো স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি। এ ক্ষেত্রে পুলিশ বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যেন কোনোভাবেই নির্বাচন বিঘ্নিত, নষ্ট বা বিতর্কিত না হয়।
তিনি আরও জানান, ভোটারদের আস্থা ফিরিয়ে আনা এবং সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করাই নির্বাচন কমিশনের মূল লক্ষ্য। পার্বত্য জেলা হিসেবে বান্দরবানে নির্বাচনী পরিবেশ বজায় রাখা চ্যালেঞ্জিং হলেও জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় নিরাপদ নির্বাচন আয়োজন সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ভোটকেন্দ্রে কোনো ধরনের অনিয়ম, সহিংসতা কিংবা প্রভাব বিস্তারের চেষ্টা সহ্য করা হবে না উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে থাকবে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আরেকটি বিশেষ মতবিনিময় সভায় যোগ দেন তিনি। সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার নির্বাচনী প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়।
এ সময় সভায় জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার আবদুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
