মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়নির্বাচন বিমুখ দলগুলো ইচ্ছাকৃত অস্থিরতা সৃষ্টি করছে: মির্জা ফখরুল

নির্বাচন বিমুখ দলগুলো ইচ্ছাকৃত অস্থিরতা সৃষ্টি করছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন বিমুখ দলগুলো ইচ্ছাকৃতভাবে দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা সৃষ্টি করছে।

সোমবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রুহিয়া থানা শাখার উদ্যোগে আয়োজিত এক বিশাল মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন বিমুখ দলগুলো ইচ্ছাকৃত অস্থির অবস্থা সৃষ্টি করছে। পিআরসহ আরও সকল অমীমাংসিত বিষয় সমাধান করে ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘এ দেশের মালিক জনগণ। তাই জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি সব সময় সংগ্রাম করে আসছে এবং আগামীতেও সেই সংগ্রাম অব্যাহত থাকবে।’

সভায় সভাপতিত্ব করেন রুহিয়া থানা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আব্দুল জব্বার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম রিপন।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ