রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়নির্বাচন পরিবেশ তৈরি করাই বড় চ্যালেঞ্জ: জোনায়েদ সাকি

নির্বাচন পরিবেশ তৈরি করাই বড় চ্যালেঞ্জ: জোনায়েদ সাকি

ইমরুল হাসান বাবু,স্টাফ রিপোর্টার টাঙ্গাইল:

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, জাতীয় নির্বাচন ঘিরে নানা শঙ্কা তৈরি হলেও যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন, সরকার ও রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটি পরিবেশ কমিটি গঠন জরুরি বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে গণসংহতি আন্দোলনের প্রার্থী ফাতেমা রহমান বীথির নির্বাচনী মিছিল–পূর্ব সমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশে রাজনৈতিক সংস্কার এখন সময়ের দাবি। ভোট ও সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। ফ্যাসিস্ট চক্রসহ বিভিন্ন গোষ্ঠী নির্বাচনী পরিবেশ নষ্টের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন সাকি।

পরে মাথাল মার্কার সমর্থনে এক বর্ণাঢ্য মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এ সময় প্রার্থী ফাতেমা রহমান বীথি, সংগঠক তুষার আহমেদ, সদস্য সচিব ফারজানা জেসমিনসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

 

 

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ