রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
No menu items!
বাড়িইসলামদেশে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি : মামুনুল হক

দেশে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি : মামুনুল হক

বাংলাদেশে এখনো নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে গোপালগঞ্জে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নির্বাচন ঘনিয়ে এসেছে, তবে লেভেল প্লেয়িং ফিল্ড এখনও তৈরি হয়নি। প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি—সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ ও অংশগ্রহণের পরিবেশ নিশ্চিত করতে।”

তিনি আরও বলেন, “আমরা বাংলাদেশে সত্যিকার অর্থে একটি বৈষম্যহীন, ইনসাফপূর্ণ সমাজ গড়তে চাই। তবে এটি কেবলমাত্র মানুষের তৈরি মতবাদ দিয়ে সম্ভব নয়। এর জন্য আল্লাহর প্রদত্ত খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।”

মামুনুল হক ঘোষণা দেন, “আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ এবং ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ। আমরা এমন একটি রাজনীতি চাই যা হবে বাংলাদেশকেন্দ্রিক—ভারতপন্থী, আমেরিকা-পন্থী বা অন্য কোনো বিদেশপন্থী রাজনীতি গ্রহণযোগ্য নয়।”

গণসমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা ফারুক হাসান নদভী। প্রধান বক্তা ছিলেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। সমাবেশে জেলার পাঁচ উপজেলার খেলাফত মজলিসের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ