দীর্ঘ ১৯ বছর পর দেশে ফিরে বাবার কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেগঘন পরিবেশে তিনি দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দোয়া-মোনাজাতে অংশ নেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ জিয়ার কবরে পৌঁছান তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে বিএনপির শীর্ষ নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে তিনি শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।
মোনাজাত শেষে বাবার কবরের পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তারেক রহমানকে। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং টিস্যু দিয়ে চোখ মুছতে দেখা যায়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এর আগে ২০০৬ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে শহীদ জিয়ার কবরে সর্বশেষ শ্রদ্ধা নিবেদন করেছিলেন তারেক রহমান। পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তন ও দীর্ঘ প্রবাসজীবনের কারণে এতদিন তাঁর পক্ষে কবর জিয়ারত করা সম্ভব হয়নি।
দীর্ঘ প্রবাস শেষে দেশে ফিরে বাবার কবরে শ্রদ্ধা নিবেদনকে বিএনপির নেতাকর্মীরা একটি আবেগঘন ও তাৎপর্যপূর্ণ মুহূর্ত হিসেবে দেখছেন।
