জামায়াতের জাতীয় সমাবেশ ঢাকায় আসার পথে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দাকোপ উপজেলা জামায়াতের এক আমীর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮-১০ জন।আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (১৯ জুলাই) ভোররাত ৩টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুর অংশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামায়াত নেতার নাম মাওলানা আবু সাঈদ (৫০)। তিনি খুলনার দাকোপ উপজেলা জামায়াতে ইসলামীর আমির ছিলেন। দলীয় সূত্রে জানা গেছে, তিনি অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে মাইক্রোবাসযোগে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে যোগ দিতে রওনা হয়েছিলেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, রাত ৩টার দিকে দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছনে আরেক টি বাস ধাক্কা দেয়। এতে এক জামাত আমীর নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ৮-১০ জন।
প্রসঙ্গত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সাত দফা দাবি আদায়ে আজ শনিবার রাজধানীতে জাতীয় সমাবেশ করছে জামায়াতে ইসলামী। সকাল ১০টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবে। আর মূল পর্ব শুরু হবে দুপুর ২টায়।