ইমরুল হাসান বাবু, স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল:
টাঙ্গাইলে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে শহর ও সদর উপজেলা শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।
জেলা কমিটির আহ্বায়ক মো. জোবায়ের আহমেদ রিপন এবং সদস্য সচিব মো. আব্দুল্লাহ আল ফারুকী নবগঠিত কমিটির অনুমোদন প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় জেলা বিএনপির সভাপতি বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। আরাফাত রহমান কোকোর স্বপ্ন ছিল একটি সুস্থ, সুন্দর ও খেলাধুলা-ভিত্তিক প্রজন্ম গড়ে তোলা। এই ক্রীড়া পরিষদের মাধ্যমে সে স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।”
শহর কমিটির দায়িত্বপ্রাপ্তরা:আহ্বায়ক: মোহাম্মদ মনিরুজ্জামান,সিনিয়র যুগ্ম আহ্বায়ক: মো. মশিউর রহমান,সদস্য সচিব: মো. রাসেল রানা,যুগ্ম আহ্বায়ক: মোশারফ হোসেন, ফরমান আলী ও মো. সুজন চাকলাদার,সদস্য: মো. আমিনুল ইসলাম, তানভীর রহমান শাওন, মো. সাকিব, মো. নিবিড় ও মো. আবির
সদর উপজেলা কমিটির দায়িত্বপ্রাপ্তরা: আহ্বায়ক: মো. এরশাদ আলী,সিনিয়র যুগ্ম আহ্বায়ক: মো. ইসকান্দার হোসেন সবুজ,সদস্য সচিব: মো. আরিফ উর রহমান,যুগ্ম আহ্বায়ক: মো. শাহ আলম, মো. সিরাজুল ইসলাম ও মহির উদ্দিন,সদস্য: মো. নজরুল ইসলাম, মো. শফিকুল ইসলাম শফিক, শোয়াইব হাসান, নুরুল ইসলাম ও মঞ্জুরুল ইসলাম।
জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দুই মাসের মধ্যে টাঙ্গাইল পৌরসভার প্রতিটি ওয়ার্ড এবং সদর উপজেলার সব ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করে তালিকা জেলা দপ্তরে জমা দিতে হবে।