ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) রোববার বিকেল ৪টা ৫০ মিনিটে তিনটি রাজনৈতিক দল – জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন – একত্র হয়ে নতুন নির্বাচনী জোটের আত্মপ্রকাশ ঘোষণা করেছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন এই জোট গঠনের উদ্দেশ্য হলো ‘জুলাই গণ-অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’।
জোটের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান নেতা হাসনাত কাইয়ুম, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ তিন দলের অন্যান্য নেতারা। জোটে গণঅধিকার পরিষদের থাকার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত দলটি এই জোটে অংশ নিচ্ছে না।
