গাজীপুরের শ্রীপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) কাওরাইদ ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মাওলানা জামিল হাসান জিহাদির নেতৃত্বে তিনজন নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
বুধবার (২১ জানুয়ারি) রাতে শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়ন জামায়াত কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে তারা জামায়াতে অন্তর্ভুক্ত হন। এ সময় উপস্থিত ছিলেন কাওরাইদ ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ মাওলানা মো. আমিনুল ইসলাম, সেক্রেটারি ফরিদ আহম্মেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
যারা জামায়াতে যোগদান করেন তারা হলেন— ইসলামী আন্দোলন বাংলাদেশ কাওরাইদ ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মাওলানা মো. জামিল হাসান জিহাদি, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি মো. আব্দুল আওয়াল এবং সেক্রেটারি হাফেজ শফিকুল ইসলাম।
নেতৃবৃন্দ বলেন, ইসলামী আদর্শ বাস্তবায়ন ও জাতীয় ঐক্য গঠনের লক্ষ্যে এই যোগদান একটি ইতিবাচক উদ্যোগ। তারা আশা প্রকাশ করেন, এর মাধ্যমে ভবিষ্যতে ইসলামী আন্দোলনের শক্তি আরও সুসংহত হবে।
