গাজীপুরের শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নে নবগঠিত বিএনপির আহব্বায়ক কমিটিতে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ করেছেন দলটির পদবঞ্চিতরা। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়।
উপজেলার টেংরা রাস্তা মোড় এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে গত মঙ্গলবার মাওনা, গাজীপুর, তেলিহাটি, বরমী, কাওরাইদ, গোসিঙ্গা, রাজাবাড়ী এবং প্রহলাদপুর ইউনিয়ন বিএনপির আহব্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
সম্মেলনে উপস্থি হয়ে অভিযোগ ব্যক্ত করেন শেখ আঃ আজ্জাক নামের বিএনপি নেত। তিনি বলেন, বরমী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক থেকে শুরু করে গাজীপুর জেলা যুবদল এবং উপজেলা ও জেলা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন । কিন্তু নবগঠিত আহ্বায়ক কমিটিতে তাকে রাখা হয়নি। এতে তিনি মর্মাহত হয়েছে। তিনি অভিযোগ করেন বলেন, ‘ শ্রীপুর উপজেলা বিএনপির বর্তমান কমিটিতে এমন অনেকেই স্থান পেয়েছে যারা অতীতে আওয়ামী লীগের সঙ্গে ব্যবসায়িক ও রাজনৈতিকভাবে যুক্ত ছিল। ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে দলীয় চাটুকারদের স্থান দেওয়া হয়েছে। এসব ক্ষেত্রে তিনি কেন্দ্রীয় কমিটির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক এস এম রফিকুল ইসলাম বাচ্চুকে দায়ি করেছেন।
সংবাদ সম্মেলনে গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এবং শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেখ ফরিদা জাহান স্বপ্না বলেন, ‘স্বজনপ্রীতির কারণে আজকে আমরা দলীয় কমিটি থেকে বঞ্চিত হয়েছি। এখানে আমরা সবাই বিএনপির লোক। আমি দল করি দেখে আমার স্বামী দল করতো দেখে বিএনপি থেকে মনোনীত মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছিলাম ।মানুষকে সম্মান না করুন,কিন্তু অবমূল্যায়ন করার সাহস পান কোথা থেকে। আমরা দল করি সম্মানের জন্য। বিগত ১৭ বছর যাদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল না, স্বজনপ্রীতির কারণে আজকে তারা কমিটিতে স্থান পেয়েছেন।আমরা দ্রুত এ কমিটির বিলুপ্তি ঘোষণা করার দাবি জানাচ্ছি। না হলে জাতীয় নির্বাচনে ডাকসুর মতো অবস্থা হতে পারে। ‘
এ প্রসঙ্গে শ্রীপুর উপজেলা বিএনপির সদস্যসচিব খাইরুল কবির মন্ডল আজাদ বলেন, কমিটি দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় কমিটির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক এস এম রফিকুল ইসলাম বাচ্চুর ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা বিবেচনা করা হয়নি। বরং যোগ্যদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। স্বজনপ্রীতির অভিযোগ মিথ্যা। অত্যন্ত স্বচ্ছতার সাথে কমিটি করা হয়েছে। ত্যাগীদের বঞ্চিত করা হয়নি বরং তাদেরকে কমিটিতে সম্মানজনক অবস্থানে রাখা হবে।