বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়গাজীপুরে ইসলামি আন্দোলন বাংলাদেশ  গণ-মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা

গাজীপুরে ইসলামি আন্দোলন বাংলাদেশ  গণ-মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে দুই শতাধিক মোটরসাইকেল শোডাউন দিয়ে মহাসড়কে মিছিল করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলা শাখার নেতাকর্মীরা।

মঙ্গলবার(৫ আগস্ট) সকাল ৯ টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের রঙ্গিলা বাজার আনোয়ারা মসজিদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়।এরপর মিছিলটি জৈনা বাজার প্রদক্ষিণ করে মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে এসে শেষ হয়।
ইসলামি আন্দোলন বাংলাদেশ শ্রীপুর পৌর শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু নাসির জুবায়েরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলার সাংগঠনিক সম্পাদক ও শ্রীপুর উপজেলা শাখার সভাপতি এবং  গাজীপুর-৩ আসনের মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা আলমগীর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মামুনুর রশিদ,গার্মেন্টস শ্রমিক আন্দোলন গাজীপুর জেলার সভাপতি মোহাম্মদ তুহিন আকন্দ, মুফতি গোলাম কিবরিয়া আল আজাদী, যুবনেতা সোহেল গাজী  সহ প্রমুখ। এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ ও  অঙ্গ সংগঠনের ৩৫০-৪০০জন নেতাকর্মী।গণ-মিছিল ও মোটরসাইকেল শোডাউন শেষ করে দুপুরে মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ