স্টাফ রিপোর্টার টাঙ্গাইল:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বিএনপির আনন্দ মিছিলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। ঘটনার পর থেকে কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটোর নেতৃত্বে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। অপরদিকে, কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় অপরপক্ষ কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শুকুর মাহমুদ , ড্যাব নেতা ডা. শাহ আলম তালুকদার , কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম, কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বার ও জেলা জিয়া পরিষদের সাবেক সভাপতি আব্দুল আউয়াল তাদের নেতাকর্মীদের নিয়ে শহীদ শফি সিদ্দিকী তোরণের পাশে একটি সমাবেশ করতে ছিলেন।
পরে মিছিলটি সমাবেশের কাছাকাছি চলে আসায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বাকবিতণ্ডা থেকে হামলা-ধাওয়ার ঘটনা ঘটে।
এবিষয়ে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শুকুর মাহমুদ কালিহাতী বাসস্ট্যান্ডে তাদের দলীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানান, “আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করছিলাম। হঠাৎ করে বেনজির আহমেদ টিটোর নেতৃত্বে আওয়ামী পন্থী লোকজন নিয়ে আমাদের সমাবেশস্থলের পাশ দিয়ে মিছিল নিয়ে এসে আমাদের কর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালায়।” পরে কালিহাতীর মানুষ সেটা প্রতিহত করতে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এতে করে আমাদের কয়েকজন কর্মী আহত হন।
অন্যদিকে, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মজনু মিয়া জানান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক ( ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত) সম্পাদক বেনজির আহমেদ টিটোর নেতৃত্বে আমরা কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একটি বিজয় মিছিল বের করে বাসস্ট্যান্ডে আমাদের দলীয় কার্যালয়ের দিকে যাচ্ছিলাম। পথিমধ্যে পূর্বপরিকল্পিতভাবে কালিহাতী বাসস্ট্যান্ডের কাছে লুৎফর রহমান মতিন, শুকুর মাহমুদ, ডাঃ শাহ আলম তালুকদার , ইঞ্জিনিয়ার আব্দুল হালিম, আলী আকবর জব্বার ও আব্দুল আউয়ালের নেতৃত্বে তাদের কর্মী সমর্থকরা আওয়ামী সমর্থকদের নিয়ে আমাদের মিছিলের ভিতরে ঢুকে গিয়ে আমাদের কর্মী সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায়। এঘটনায় আমাদের ১০-১৫ জন কর্মী সমর্থক আহত হয়ে কালিহাতী ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করবো কিনা সেইটা আমাদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেবো।
এ বিষয়ে কালিহাতী সার্কেল এএসপি (ভারপ্রাপ্ত) মোঃ আরিফুল ইসলাম জানান, আজকের বিএনপির উভয় পক্ষের কর্মসূচি থাকায় পাশাপাশি আনন্দ মিছিল নিয়ে যাওয়ার সময় উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্কের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত এবং পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।