সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
No menu items!
বাড়িরাজনীতিকালিয়াকৈরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০, ভাঙচুর-অগ্নিসংযোগ

কালিয়াকৈরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০, ভাঙচুর-অগ্নিসংযোগ

গাজীপুরের কালিয়াকৈরে গাজীপুর-১ আসনের মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে সংঘর্ষের সময় কয়েকটি নির্বাচনী প্রচার-প্রচারণার অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

স্থানীয় সূত্র জানায়, মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব ইসরাক সিদ্দিকীর সমর্থকরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নামলে একদল দুর্বৃত্ত হঠাৎ হামলা চালায়। হামলায় কমপক্ষে ১০ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মনোনয়ন বঞ্চিত ইসরাক সিদ্দিকী অভিযোগ করে বলেন, “গাজীপুর-১ আসনের মনোনয়নকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছিল। সেই ক্ষোভের কারণেই আজকের এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু বিএনপির মনোনীত প্রার্থী মজিবুর রহমানের অনুসারীরাই আমাদের ওপর হামলা চালিয়েছে।” তিনি দাবি করেন, হামলার সময় তাদের কয়েকজনকে হাতে-নাতে আটক করা হয়।
এ ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমানকে গাজীপুর-১ আসনে দলীয় মনোনয়ন দেয় বিএনপি। এ আসনে কয়েকজন কেন্দ্রীয় নেতাসহ একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশী ছিলেন বলে জানা গেছে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ