ইমরুল হাসান বাবু,স্টাফ রিপোর্টার টাঙ্গাইল:
টাঙ্গাইলের করটিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক মতবিনিময় সভা। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে গড়াসিন স্কুল মাঠে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম ঝলক, করটিয়া সা’দাত কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস সৈয়দ আব্দুল মান্নান বাবুল, সদর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মো. হাদিউজ্জামান সোহেল, মো. মামুন সরকার ও খন্দকার ফেরদৌস পাপন, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম বাবুল, মো. ফরিদ খান এবং করটিয়া বাজার ব্যবসায়িক সমিতির সভাপতি মো. ইউসুফ আলী।
এছাড়াও করটিয়া ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শাহজাহান সিকদার, ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি কিসমত মিয়া, সাধারণ সম্পাদক সোহেল মিয়াসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্যকালে অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, “দেশের চলমান সংকট নিরসনে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ছাড়া কোনো বিকল্প নেই। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি আরও বলেন, “এই দফাগুলো শুধু বিএনপির লক্ষ্য নয়, বরং সমগ্র জাতির মুক্তির সনদ। তাই তৃণমূল নেতাকর্মীদের জনগণের সঙ্গে আরও সম্পৃক্ত হয়ে কাজ করতে হবে।”