বুধবার, অক্টোবর ১৫, ২০২৫
No menu items!
বাড়িরাজনীতিকক্সবাজারে জামায়াত নেতাকে হত্যা, প্রতিবাদে বিএনপির মিছিল

কক্সবাজারে জামায়াত নেতাকে হত্যা, প্রতিবাদে বিএনপির মিছিল

কক্সবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আমজাদ হোসেন (২৮) নামে এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের নতুন মহাল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আমজাদ চৌফলদন্ডীর নতুন মহাল বাজার জামায়াতে ইসলামীর যুব বিভাগ ইউনিটের সেক্রেটারি বলে নিশ্চিত করেছেন জেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুর রহিম নুরী। এছাড়া তিনি কক্সবাজার সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেনের ছোট ভাই

স্থানীয় সূত্র বলছে, নতুন মহাল এলাকায় দুর্বৃত্তদের অতর্কিত হামলায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন আমজাদ হোসেন, পরে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আমজাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইলিয়াস খান ঢাকা পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত যুবকের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে তৎপরতা অব্যাহত আছে।

সাদ্দাম বলেন, ২০১৮ সালের নির্বাচনের সময় থেকে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে আমাদের পারিবারিক দ্বন্দ্ব চলে আসছে। পাশাপাশি আমার ছোট বোনকে প্রায়ই ইভটিজিং করত স্থানীয় ছাত্রলীগ নেতা রাফি। সেই জের ধরেই সোমবার রাতে কয়েকজন আওয়ামী লীগ ও যুবলীগের কর্মী আমজাদকে পথরোধ করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

আমজাদের মৃত্যুর খবরে তাৎক্ষণিক হাসপাতালে যান কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা ভয়াবহ, আমজাদ হত্যাকাণ্ড তারই নজির। অনতিবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

রাত ১০টার দিকে কক্সবাজার শহরে এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলের পর পথসভায় হত্যাকাণ্ডে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতারা জড়িত দাবি করে তাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেওয়া হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল হক বলেন, আওয়ামী সন্ত্রাসীরা আমাদের সহযোদ্ধা সাদ্দামের ছোট ভাইকে নৃশংসভাবে খুন করেছে। আমরা নিন্দা জানাচ্ছি, ২৪ ঘণ্টার  মধ্যে সন্ত্রাসীরা গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

কুরআনের হাফেজ আমজাদ দীর্ঘদিন প্রবাসে ছিলেন, দুইবছর আগে সৌদি আরব থেকে তিনি দেশে ফিরে আসেন বলে জানিয়েছে পরিবার।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ