গাজীপুরের শ্রীপুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার এসএম রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে এক বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার থেকে শুরু হয়ে মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে এসে শেষ হয়।বিজয় রেলি শেষে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার এসএম রফিকুল ইসলাম বাচ্চুর,গাজীপুর জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক,গাজীপুর জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক শরিফ মোহাম্মদ সিদ্দিকী,গাজীপুর জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক আবুল হোসেন প্রধান,শ্রীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব আবদুল হান্নান সজল,শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রমজান,শ্রীপুর উপজেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক এনামুল হক মনি,গাজীপুর জেলা যুবদলের সদস্য সচিব আনোয়ার বেপারি,গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম সরকার,শ্রীপুর পৌর বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম মোল্লা, শ্রীপুর পৌর যুবদলের সদস্য-সচিব আবু তাহের প্রধান,শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক
রিফাত মোড়ল ও সদস্য সচিব আমিনুল ইসলাম সহ প্রমুখ।