বুধবার, ডিসেম্বর ৩১, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়রাষ্ট্রীয় মর্যাদায় গুলশানের ফিরোজায় নেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়ার মরদেহ

রাষ্ট্রীয় মর্যাদায় গুলশানের ফিরোজায় নেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়ার মরদেহ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ আজ বুধবার সকাল ৯টার কিছু আগে জাতীয় পতাকায় মোড়ানো একটি গাড়িতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে অবস্থিত তার বাসভবন ‘ফিরোজা’র উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

এ সময় এভারকেয়ার হাসপাতালে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা। ফিরোজায় বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন তার স্বজন এবং বিএনপির নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ নামাজে জানাজার জন্য মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হবে। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর বনানী কবরস্থানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে।
এদিকে বেগম খালেদা জিয়ার মরদেহ স্থানান্তরকে কেন্দ্র করে এভারকেয়ার হাসপাতাল ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের প্রধান ফটক কাঁটাতারের ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। হাসপাতালের প্রবেশপথ থেকে কয়েক গজ দূরেই যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছে আইনশৃঙ্খলা বাহিনী। রোগী ও তাদের স্বজন ছাড়া অন্য কাউকে হাসপাতালে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। প্রবেশের ক্ষেত্রে পরিচয়পত্র ও হাসপাতালে আসার কারণ যাচাই করা হচ্ছে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ