রবিবার, অক্টোবর ২৬, ২০২৫
No menu items!
বাড়িরাজনীতিমাহফুজ আলম পদত্যাগ করলে আগামী সংসদ নির্বাচন করবেন : উপদেষ্টার ভাই মাহবুব

মাহফুজ আলম পদত্যাগ করলে আগামী সংসদ নির্বাচন করবেন : উপদেষ্টার ভাই মাহবুব

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আগামী সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে নির্বাচনে প্রার্থী হবেন। বিষয়টি জানিয়েছেন তার ভাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম। 

শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নে ‘জনতার উঠান বৈঠক’ শেষে সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানায়।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রামগঞ্জ উপজেলা শাখার আয়োজনে লামচর ইউনিয়নের পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়৷

মাহবুব আলম বলেন, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম যেহেতু এখনো সরকারের অংশ, উনি যদি সরকার থেকে পদত্যাগ করে এনসিপিতে যুক্ত হন তাহলে এনসিপি এবং রামগঞ্জের মানুষ আশা করছে তিনি এ আসন থেকে নির্বাচন করবেন। আপনাদের প্রতিনিধি হয়ে আগামী সংসদে যাবেন। তিনি রামগঞ্জের যে উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছেন, সেগুলোর ধারাবাহিকতা বজায় রাখবেন। যে প্রত্যাশিত রামগঞ্জ, তিনি মানুষের সহযোগিতায় তা উপহার দিতে পারবেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন– পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হান্নান, রায়পুর এল এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, এনসিপির সংগঠক মেহেদী হাসান, মাঈন উদ্দিন মাসুদ ও মাসুম বিল্লাহসহ অনেকে।

পরে মাহবুব আলম পানপাড়া বাজারে নতুন বাংলাদেশের ইশতেহারের লিফলেট বিতরণ করেন।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ