স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজ চত্বরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
এ সময় তিনি বলেন, দেশের প্রকৃত মালিক হলো এ দেশের জনগণ। অতীতে যখনই জনগণের বিপক্ষে গিয়ে কেউ দেশ পরিচালনা করতে চেয়েছে, তখনই জনগণ তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। পরবর্তীতে সেই সরকারই স্বৈরাচারে পরিণত হয়েছে।”কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) টাঙ্গাইল শাখাস্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে।
এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামীর শাহীন, সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল ও ড্যাব টাঙ্গাইল শাখার সভাপতি ডাক্তার আব্দুল মতিন,সাধারন সম্পাদক ডাঃ আবু হানিফ।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “বিএনপি শুরু থেকেই নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে। যিনি নির্বাচনে বিজয়ী হবেন, তিনিই রাষ্ট্র পরিচালনা করবেন—এটাই জনগণের প্রত্যাশা।”