মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, আশা মির্জা ফখরুলের

ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, আশা মির্জা ফখরুলের

আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরবে ও জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৭ জুলাই) সকালে সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই দেশ সঠিক পথে অগ্রসর হতে পারে। আমরা আশা করি, ফেব্রুয়ারির মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এমন একটি নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলন, বিশেষ করে জুলাইয়ের রক্তাক্ত ছাত্র গণঅভ্যুত্থান আমাদের সামনে যে নতুন পথ দেখিয়েছে, সেটি বাস্তবায়নে আমাদের সবাইকে কাজ করতে হবে। এই অভ্যুত্থান প্রমাণ করেছে, জনগণ অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রস্তুত।
বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ এনে মির্জা ফখরুল বলেন, ‘বর্তমানে বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বহু নেতাকর্মী প্রাণ হারিয়েছেন। দমন-পীড়ন দিয়ে জনগণের কণ্ঠ রোধ করা যাবে না।’
এর আগে সকাল ৯টা ২৫ মিনিটে ঢাকার একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মির্জা ফখরুল ও দলের কেন্দ্রীয় নেতারা। বিমানবন্দরে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা তাদের স্বাগত জানান।
দলের কর্মসূচি অনুযায়ী, বিকেলে সিলেটের পাঠানটুলা এলাকার সানরাইজ কমিউনিটি সেন্টারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন তিনি।
এ ছাড়া সন্ধ্যায় দরগাহ গেট এলাকার হোটেল স্টার প্যাসিফিকে জুলাই-আগস্ট আন্দোলনের সময় সিলেটে নিহতদের পরিবারের সদস্যদের সংবর্ধনার আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুলের সফরসঙ্গী হিসেবে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডা. এ জেড এম জাহিদ হোসেন, নির্বাহী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ আরও অনেকে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ