শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
No menu items!
বাড়িআন্তর্জাতিকনেপালের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস

নেপালের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস

নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৩ সেপ্টেম্বর) এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, “বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকেও আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।”

অধ্যাপক ইউনূস বলেন, নেপালের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন হিসেবে সুশীলা কার্কির দায়িত্ব গ্রহণকে বাংলাদেশ গুরুত্ব সহকারে দেখছে। তিনি আশা প্রকাশ করেন, “একজন দীর্ঘদিনের বন্ধু ও প্রতিবেশী হিসেবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার দক্ষ নেতৃত্বে নেপাল ও এর দৃঢ়চেতা জনগণ শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার পথে এগিয়ে যাবে।”

বার্তায় নেপালের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার ঘটনায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত ও পূর্ণ আরোগ্য কামনা করি।”

অধ্যাপক ইউনূস আশাবাদ ব্যক্ত করেন, সুশীলা কার্কির নেতৃত্বে বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুস্বাস্থ্য ও সাফল্য এবং নেপালের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ