বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধে পলিটেকনিক শিক্ষার্থীরা, ২৫ কিমি যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধে পলিটেকনিক শিক্ষার্থীরা, ২৫ কিমি যানজট

ইমরুল হাসান বাবু,স্টাফ রিপোর্টার:

বিএসসি ডিগ্রিধারীদের অযৌক্তিক ৩ দফা দাবির প্রতিবাদ এবং কারিগরি ছাত্র আন্দোলনের ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছেন টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল শহরের রাবনা বাইপাস এলাকায় তারা এই কর্মসূচি শুরু করেন। এতে মহাসড়কের দুই দিকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে উত্তরবঙ্গগামী ও ঢাকামুখী রাস্তায় প্রায় ২৫ কিলোমিটার এলাকাজুড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের দাবির পক্ষে অবস্থান নেন। এতে পুরো মহাসড়ক এলাকাজুড়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীও টহল জোরদার করেছে বলে জানিয়েছে প্রশাসন। শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ