কাকরাইলে ডাকা আজকের বিক্ষোভ সমাবেশ স্থগিত ঘোষণা করেছে জাতীয় পার্টি। পুলিশের নিষেধাজ্ঞা জারির পর গতকাল শুক্রবার (১ নভেম্বর)দিবাগত রাতে দলের চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক গণমাধ্যমকে বলেন, ‘আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা শনিবারের বিক্ষোভ সমাবেশ কর্মসূচি স্থগিত করেছি। এই সমাবেশ কর্মসূচি কবে করা হবে, পরবর্তী সময়ে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে।এর আগে আজ জাতীয় পার্টির সমাবেশ রাজনীতিতে যখন উত্তাপ ছড়াচ্ছিল তখন দলটির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানীর কাকরাইল ও এর আশপাশের এলাকায় সভা-সমাবেশ করা যাবে না।
জাতীয় পার্টির আজকের সমাবেশ স্থগিত
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 Comments
আরো দেখুন