রবিবার, অক্টোবর ১২, ২০২৫
No menu items!
বাড়িরাজনীতিজাতীয় নির্বাচন পেছাতে ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

জাতীয় নির্বাচন পেছাতে ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “কিছু লোক নির্বাচনকে পিছিয়ে দিতে ষড়যন্ত্র করছে।” তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপি আন্দোলন চালিয়ে যাচ্ছে, কিন্তু এক শ্রেণির গোষ্ঠী চায় এই নির্বাচন যেন সময়মতো না হয়।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে গাজীপুরের কাপাসিয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক পাটমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘হান্নান শাহ স্মৃতি সংসদ’ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভারতের প্রতি ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, “বিগত জাতীয় সংসদ নির্বাচনে ভারত হস্তক্ষেপ করেছিল। বিএনপি ভারতের সঙ্গে সুসম্পর্ক চায়, তবে সেটা সমতার ভিত্তিতে।”

স্মরণসভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মরহুম হান্নান শাহ’র ছেলে শাহ রিয়াজুল হান্নান প্রমুখ।

উল্লেখ্য, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ও সাবেক মন্ত্রী আ স ম হান্নান শাহ ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর সিঙ্গাপুরের র‌্যাফেলস হার্ট সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ