রুবেল মাহমুদকে আহ্বায়ক এবং রেজাউল করিম রোমানকে সদস্য সচিব করে গঠিত গাজীপুর সদর উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের ৩৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে বিএনপি।
গত মঙ্গলবার (১২ আগস্ট) গাজীপুর সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আমিনুল ইসলাম এবং সদস্য সচিব বিপ্লব হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে মাওলানা অলিউল্লাহকে যুগ্ম আহ্বায়ক,দেলোয়ার হোসেন মন্ডলকে যুগ্ম আহ্বায়ক করে ৩৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গঠনতন্ত্র অনুযায়ী আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।