বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আবারও অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
মির্জা ফখরুল বলেন, “বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলনে বড় ভূমিকা রেখেছেন। সারাজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, কারাভোগ করেছেন, নির্যাতিত হয়েছেন। আমরা সবাই জানি, গত দুদিন ধরে তিনি আবারও অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন এবং গতকাল রাতেই চিকিৎসকরা জানিয়েছেন যে, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।”
তিনি জানান, খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দলীয়ভাবে সারা দেশের জনগণের কাছে দোয়া চাওয়া হয়েছে এবং দেশের বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে। “আজকে আমরা নয়া পল্টনের মসজিদে নামাজ আদায় করে তার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন।”—যোগ করেন মির্জা ফখরুল।
এর আগে দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দ্বিবার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে বিএনপি মহাসচিব বলেন, দেশের রাজনীতিতে এখন এমন এক সময় চলছে, যখন গোটা জাতি আগামি ফেব্রুয়ারির নির্বাচনের দিকে তাকিয়ে আছে। তিনি বলেন, “আমরা আশা করি, এ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে পারব। তবে গণতন্ত্রে ফিরতে চাইলে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতেই হবে।”
