শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬
No menu items!
বাড়িজাতীয়কুড়িগ্রামে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল, তিন শতাধিক নেতাকর্মীর যোগদান

কুড়িগ্রামে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল, তিন শতাধিক নেতাকর্মীর যোগদান

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) দুপুর ২টায় কচাকাটা ইউনিয়নের নায়কেরহাট দক্ষিণ বালাপাড়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভুরুঙ্গামারী) আসনের সাবেক সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ সাইফুর রহমান রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান লেবু এবং কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান তোলা ব্যাপারী।
কচাকাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কচাকাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাবেক চেয়ারম্যান আবুল হাসেম সরকার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান, নায়কেরহাট জুনিয়র হাই স্কুলের সহকারী শিক্ষক সফিকুল ইসলাম স্বপন এবং শাহজান আলী মাস্টার।
বক্তারা তাঁদের বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
দোয়া মাহফিলে কেদার, কচাকাটা ও বল্লভেরখাস ইউনিয়নের প্রায় এক হাজারেরও বেশি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে কচাকাটা ইউনিয়নে জাতীয় পার্টিসহ অন্যান্য দলের প্রায় তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ