শনিবার, ডিসেম্বর ১৪, ২০২৪
No menu items!
বাড়িঅপরাধআজ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে সাবেক  ১০ মন্ত্রীকে ট্রাইব্যুনালে তোলা হচ্ছে 

আজ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে সাবেক  ১০ মন্ত্রীকে ট্রাইব্যুনালে তোলা হচ্ছে 

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আজ সোমবার (১৮ নভেম্বর) কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জনকে হাজির করা হচ্ছে।১০ সাবেক মন্ত্রী হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান, সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি, খনিজ সম্পদ ও বিদ্যুৎবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাঙ্গীর আলমকেও ট্রাইব্যুনালে হাজির করা হবে বলে জানা গেছে। তাদের হত্যা মামলায় গত আগস্ট মাস থেকে বিভিন্ন সময়ে গ্রেপ্তার করে কারাবন্দি রাখা হয় এবং ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালের নির্দেশে তাদের গ্রেপ্তার দেখানো (শ্যোন অ্যারেস্ট) হয়েছে।গত ২৭ অক্টোবর এক আদেশে ওই ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল। অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী।এ ছাড়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, বরখাস্ত হওয়া মেজর জেনারেল জিয়াউল আহসান, বরখাস্ত হওয়া ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, পুলিশ কর্মকর্তা আরাফাত হোসেন, আবুল হাসান ও মাজহারুল ইসলামকে আগামী বুধবার (২০ নভেম্বর) ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়। তারাও বিভিন্ন হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাবন্দি আছেন এবং ট্রাইব্যুনালের নির্দেশে ইতোমধ্যে শ্যোন অ্যারেস্ট হয়েছেন।ওই দিন ট্রাইব্যুনালের আরেক আদেশে ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ১৭ জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তাদেরও আগামী বুধবার ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে। এই ১৭ জনের মধ্যে কয়েকজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।জুলাই-আগস্টে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রিপরিষদের সদস্য ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ এ পর্যন্ত মোট ৬৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এর মধ্যে গত ১৭ অক্টোবর ৪৬ জন এবং ২৭ অক্টোবর ১৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এর মধ্যে অনেকেই আত্মগোপনে আছেন এবং অনেকে পালিয়ে বিদেশ গেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা