বুধবার, আগস্ট ২৭, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়গাজীপুরে দুর্বৃত্তের হামলায় প্রাণ হারালেন  কৃষক দলের নেতা

গাজীপুরে দুর্বৃত্তের হামলায় প্রাণ হারালেন  কৃষক দলের নেতা

গাজীপুরে কৃষকদলের এক নেতার ওপর হামলা চালিয়ে  কুপিয়ে হত্যা করেছেন দুর্বৃত্তরা।

শুক্রবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে  মহানগরীর সদর থানাধীন দক্ষিণখান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাকিব মোল্লা গাজীপুর সিটির ৩১ নং ওয়ার্ড দক্ষিণখান এলাকার সাবেক কাউন্সিলর আলমাস মোল্লার ভাই ইব্রাহিম মোল্লা বড় ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে গাজীপুর মহানগরীর দক্ষিণখান এলাকার শহীদ হাজীর বাড়ির পাশে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে রাকিব মোল্লার ওপর অতর্কিত হামলা করে। হামলায় গুরুতর আহত হন রাকিব মোল্লা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জিএমপি মেট্রো সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। রাকিবের ওপর দুর্বৃত্তরা অতর্কিতভাবে হামলা চালায় এবং এলোপাথারি কুপিয়ে তাকে আহত করে।হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকারীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ