রবিবার, মে ১৮, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেফতার ২২

টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেফতার ২২

 

 

টাঙ্গাইলে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় এজাহার নামীয় ও সন্ধিগ্ধ ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১১, ১৪ ও ১৭ মে রাতে সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
রবিবার(১৮ মে) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য দেন টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান।
গ্রেফতারকৃত আসামীরা হলেন,আব্দুল হাই আকন্দ(৫৫),বাসুদেব রাজবংশী(৬০),মো. গিয়াস উদ্দিন(৫৫),আরিফ আল রানা(৪৫),তুষার কুমার দাস(২৮),কাজী শায়লা ইয়াসমীন(৪০),মো. আইয়ুব আলী(৩৮),জয় হাসান(৩০),মো. রুহুল আমীন(৫০),সুমন ফকির(৩২),সাগর আলী (২৭)জাহাঙ্গীর হোসেন(৩২),আহসানুজ্জান খান ইমরান(৩৭),মো.হারুন অর রশীদ(৪৮),মো.শফিকুল ইসলাম(৪৭),মেহেদী হাসান মহসিন(৩২),মো. সজীব সরকার(৩৭),নবীনুর মিঞা(৩২),মো.সাইফুল ইসলাম খন্দকার বাবু(৪৫),সোহেল রানা টিটু(৪০),মজিবর রহমান (৪১) ও আমিনুল ইসলাম(৩৬)।
পুলিশ সুপার মিজানুর রহমান জানান,বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন মামলার এজাহার নামীয় ও সন্ধিগ্ধ ২২ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামীদের গ্রেফতারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ