গাজীপুরের শ্রীপুরে দারুলউলুম সামাদনগর মাদ্রাসার হিফয ও নূরানী বিভাগের শিক্ষার্থীদের বার্ষিক ও প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।এরপর দুই বিভাগের মেধাবী শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা পুরস্কার বিতরণ করা হয়েছে।
রোববার(১১ মে)সকালে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তর পাড়া সামাদনগর মাদ্রাসা সম্মেলন কক্ষে এ পুরস্কার বিতরণ করা হয়েছে।
উক্ত ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দারুলউলুম সামাদনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুলাইদ ঈদগাহ কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক তোফাজ্জল হোসেন মাস্টার,বিল্লাল হোসেন,নজরুল ইসলাম,শিক্ষক- শিক্ষার্থী, অভিভাবক সহ প্রমুখ। দারুলউলুম সামাদনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক রেজাউল করিম বলেন,এটি একটি ব্যতিক্রমী আধুনিক ও দ্বীনি শিক্ষার অনন্য প্রতিষ্ঠান। শতভাগ শিক্ষা প্রদানে শিক্ষকরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।সমাজের সর্বস্তের মানুষের সহযোগিতায় প্রতিষ্ঠানটি অল্প সময়ে বেশ সুনাম অর্জন করেছে।আমরা এ অর্জনটি ধরে রেখে সামনে এগিয়ে যেতে চাই।এ জন্য শিক্ষক,অভিভাবক সহ সকলের আরও সহযোগিতা কামনা করছি।