বছরশেষে ‘ফাটাফাটি’ ছবিতে নেটদুনিয়ায় শোরগোল ফেলে দিলেন টালিউডের অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। রূপের আগুনে ২০২৪ সালকে কুর্নিশ জানালেন অভিনেত্রী।আর মাত্র কয়েকটা দিন। তারপরই নতুন বছর। শীতের এই সময়ে পার্টির মেজাজে ঋতাভরী। নায়িকার সাজেও বেশ বোল্ডনেস। যেন মায়াবী প্রেমের হাতছানি।‘২০২৪-কে আরো একটা লুক দিলাম’, ক্যাপশনে একথা লিখেই ছবিগুলো শেয়ার করেছেন ঋতাভরী। নায়িকার লাস্যময়ী মেজাজে মুগ্ধ অনুরাগীরা।মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন ঋতাভরী। তারপর শুরু হয় টেলিভিশনের যাত্রা। আজো বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে ‘ওগো বধূ সুন্দরী’ তিনি।দেবজিৎ ঘোষের ‘তবুও বসন্ত’র মাধ্যমে ঋতাভরীর সিনেমার সফর শুরু হয়। তার পরের ছবিই সৃজিত মুখোপাধ্যায়ের ‘চতুষ্কোণ।’ তার পর আর অভিনেত্রীকে পেছনে ফিরে তাকাতে হয়নি।এখন সিনেমা বেছেই করতে ভালোবাসেন ঋতাভরী। তাই তো ‘ব্রহ্মা জানের গোপন কম্মটি’, ‘ফাটাফাটি’র মতো সিনেমার মাধ্যমে দর্শকদের প্রশংসা আদায় করে নেন।২০২৪ অভিনেত্রীকে দিয়েছে ‘বহুরূপী’র মতো সিনেমা। পরীর চরিত্রে দর্শকদের প্রশংসা আদায় করেছেন অভিনেত্রী। আগামীতে মৈনাক ভৌমিক পরিচালিত ‘গৃহস্থ’তে দেখা যাবে ঋতাভরীকে।