বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়বৈদেশিক কর্মসংস্থানে নতুন প্লাটফর্ম ওইপি উদ্ধোধন

বৈদেশিক কর্মসংস্থানে নতুন প্লাটফর্ম ওইপি উদ্ধোধন

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিনামূল্যে সেবা প্রদানের জন্য ওভারসিজ এমপ্লয়মেন্ট প্লাটফর্ম (ওইপি) উদ্বোধন করা হ‌য়ে‌ছে।

বুধবার (২০ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই ডিজিটাল প্লাটফর্মের উদ্বোধন করেন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

উপদেষ্টার সাবেক একান্ত সচিব সারওয়ার আলম জানান, এটি একটি সমন্বিত অনলাইন পদ্ধতি, যা বিদেশে কর্মসংস্থানপ্রত্যাশী ব্যক্তির, রিক্রুটিং এজেন্সি, বিদেশি নিয়োগকর্তা, বাংলাদেশ মিশন এবং বিএমইটি প্রশিক্ষণ ও ছাড়পত্র প্রদান করতে পারবে।

তিনি জানান, সরকারের নিজস্ব এই ডিজিটাল প্ল্যাটফরমে শতভাগ অনলাইনে বিএমইটি কর্তৃক সরাসরি বহির্গমন ছাড়পত্র প্রদান করা হচ্ছে। যার ফলে বিদেশ গমনেচ্ছু কর্মীরা স্বল্প সময়ে এবং কম অভিবাসন ব্যয়ে বহির্গমন ছাড়পত্র নিয়ে বিদেশ গমন করছেন।

এ ছাড়া, বৃহত্তর ২১টি জেলার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ডিইএমও) হতে বহির্গমন ছাড়পত্র বিকেন্দ্রীকরণের নিমিত্ত প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করার কথা জানা‌নো হয় সংবাদ স‌ম্মেল‌নে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ