বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়জাকসুর ভোটগ্রহণ চলছে, বাইরে লম্বা লাইন

জাকসুর ভোটগ্রহণ চলছে, বাইরে লম্বা লাইন

দীর্ঘ প্রতীক্ষার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২১টি হল কেন্দ্রে ২২৪টি বুথে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

ভোটগ্রহণের শুরু থেকেই ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। প্রতিটি ভোটকেন্দ্রে শিক্ষার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো, কোথাও কোথাও ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই লাইন আরও দীর্ঘ হচ্ছে।

এর আগে, গত বুধবার দিবাগত রাতে ব্যালট বাক্স কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালেই যথাসময়ে ভোটগ্রহণ শুরু হয়।

নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে মোতায়েন রয়েছে ১৫০০ পুলিশ সদস্য, ৭ প্লাটুন বিজিবি ও ৫ প্লাটুন আনসার বাহিনী।

পাশাপাশি, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ক্যাম্পাসের ভেতরে এবং বাইরে সুশৃঙ্খলভাবে অবস্থান করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ