বুধবার, অক্টোবর ১৬, ২০২৪
No menu items!
বাড়িজাতীয়রাষ্ট্রপতি পদে আ. লীগের মনোনয়ন পেলেন মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি পদে আ. লীগের মনোনয়ন পেলেন মো. সাহাবুদ্দিন

দেশের ২২তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।

রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচন কমিশনে দলীয় প্রার্থী হিসেবে মো. সাহাবুদ্দিনের নাম দাখিল করেন।

১৯৪৯ সালে পাবনায় জন্ম মো. সাহাবুদ্দিনের। ছাত্রজীবনে পাবনা জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সাহাবুদ্দিন ১৯৮২ সালে বিসিএস ক্যাডার হিসেবে যোগ দেন। বিচারকের বিভিন্ন পদে চাকরি শেষে ২৫ বছর পর ২০০৬ সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন।

২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত মো. সাহাবুদ্দিন দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

একাধিক প্রার্থী থাকলে ১৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদে হবে ভোট। একক প্রার্থী থাকলে ১৪ ফেব্রুয়ারি তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করবে ইসি।

সংসদে আওয়ামী লীগের একক সংখ্যা গরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীই হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। ২৪ এপ্রিল শেষ হচ্ছে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দায়িত্বের মেয়াদ।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা