বুধবার, অক্টোবর ২২, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি স্কুলে শিক্ষাসামগ্রী দিলো বিজিবি

রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি স্কুলে শিক্ষাসামগ্রী দিলো বিজিবি

পার্বত্য জেলা রাঙ্গামাটির বিলাইছড়িতে দুর্গম প্রংজাং পাড়ার একটি প্রাইমারি স্কুলে বেঞ্চ, চেয়ার ও টেবিলসহ শিক্ষাসামগ্রী দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২০ অক্টোবর) বিজিবির রুমা ব্যাটালিয়নের (৯ বিজিবি) অধীনস্থ রাইক্ষ্যংপুকুরপাড়া লগ বেস ক্যাম্প কমান্ডার বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়নের প্রংজাং পাড়ার একটি প্রাথমিক বিদ্যালয়ে এসব সামগ্রী হস্তান্তর করেন।

‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—বিজিবি মহাপরিচালকের এ নির্দেশনা বাস্তবায়নে বিজিবির মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এসব শিক্ষা উপকরণ দেওয়া করা হয়েছে বলে জানিয়েছেন রুমা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ বি এম শাহ্ রেজা।

তিনি বলেন, বিজিবি দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান রোধ ও অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের জীবনমান উন্নয়ন ও মানবিক সহায়তায় সর্বদাই পাশে রয়েছে। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সুসম্পর্ক, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

লে. কর্নেল রেজা আরও বলেন, বিজিবির এ উদ্যোগের মাধ্যমে দুর্গম প্রংজাং পাড়ার শিশুরা নবোদ্যমে এবং আরও অনুকূল পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। রুমা ব্যাটালিয়নের এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ