অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নব নির্বাচিত যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার সন্ধ্যায় ডোনাল্ড ট্রাম্পকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার আশা প্রকাশ করেন। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে শুভেচ্ছা বার্তাটি প্রকাশ করা হয়েছে।এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম।তিনি বলেন, ‘আমরা আশা করছি, ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সিতে সম্পর্ক আরও গভীর হবে।সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।তিনি বলেন, ‘বিবিসি, সিএনএন, নিউইয়র্ক টাইমস জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আমরা তাঁকে স্বাগত জানাই। আমরা আশা করি, ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সিতে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে সম্পর্ক, সেটা আরও উচ্চ শিখরে যাবে। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভালো সম্পর্ক আছে। আগস্ট অভ্যুত্থানের পর এতে আরও একটু ভিন্ন মাত্রা এসেছে। যুক্তরাষ্ট্র চায় যে সারা বিশ্বের দেশগুলোতে গণতন্ত্র থাকুক, গণতন্ত্র চর্চা করুক। তিনি বলেন, ‘ওরা (যুক্তরাষ্ট্র) দেখছে যে আগের ১৫ বছর একধরনের স্বৈরতান্ত্রিক ব্যবস্থা ছিল। সেই জায়গা থেকে এখন যে সরকার এসেছে, তাদের কাজ হলো ডেমোক্রেটিক ট্রানজেকশনে নেওয়া। সেই জন্য তারা উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করা আরও বাড়িয়ে দিয়েছে। আমরা আশা করছি, ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সিতে সম্পর্ক আরও গভীর হবে।প্রেস সচিব বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ডেমোক্র্যাট এবং রিপাবলিকের পার্টির সবার ভালো সম্পর্ক আছে। তাদের টপ লিডারদের অনেকের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক আছে। আমরা আশা করি, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও গভীরতর হবে।এ সময় প্রধান উপদেষ্টা উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।
ডোনাল্ড ট্রাম্পকে ড.ইউনুসের শুভেচ্ছা
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 Comments
আরো দেখুন