ভোটগ্রহণের শুরু থেকেই ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। প্রতিটি ভোটকেন্দ্রে শিক্ষার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো, কোথাও কোথাও ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই লাইন আরও দীর্ঘ হচ্ছে।
এর আগে, গত বুধবার দিবাগত রাতে ব্যালট বাক্স কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালেই যথাসময়ে ভোটগ্রহণ শুরু হয়।
নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে মোতায়েন রয়েছে ১৫০০ পুলিশ সদস্য, ৭ প্লাটুন বিজিবি ও ৫ প্লাটুন আনসার বাহিনী।