রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪
No menu items!
বাড়িজাতীয়আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধি দল

আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধি দল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল।

শনিবার (১৫ জুলাই) বেলা ১২টায় হোটেল শেরাটনে বৈঠকটি শুরু হয়েছে।

বৈঠকে আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের নেতৃত্বে মোট ৯ জন সদস্য ইইউর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন। অন্যরা হলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, লে. কর্নেল (অব.) ফারুক খান, রাষ্ট্রদূত মোহাম্মদ জামিন, ডা. শাম্মী আহমেদ, ডা. সেলিম মাহসুদ, মোহাম্মদ এ আরাফাত ও তারানা হালিম।

এর আগে এদিন সকালে বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করেন ইইউ প্রতিনিধি দলের সদস্যরা। দুপুরে জামায়াতে ইসলামীর সঙ্গেও ইইউ প্রতিনিধি দলের বৈঠকের কথা রয়েছে।

গত ৮ জুলাই থেকে এই সফর শুরু করেছে ইইউ প্রতিনিধি দলটি, যা চলবে ২৩ জুলাই পর্যন্ত।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা