মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫
No menu items!
বাড়িক্যারিয়ারউত্তরা মাইলস্টোন কলেজের মাঠে বিধ্বস্ত বিমান: নিহত বেড়ে ১৬

উত্তরা মাইলস্টোন কলেজের মাঠে বিধ্বস্ত বিমান: নিহত বেড়ে ১৬

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। এর মধ্যে একজন ঘটনাস্থলে নিহত হলেও উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও ১৫ জন।

সোমবার (২১ জুলাই) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং স্কুলের এক শিক্ষক এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সাইদুর রহমান জানান, বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে প্রায় ৭০ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরসহ ৫ জনকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে, এবং অল্প সময়ের মধ্যেই বিধ্বস্ত হয়। ইতোমধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
ঘটনার পর পরই ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও অভিভাবকরাও উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছেন।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ