শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫
No menu items!
বাড়িক্যারিয়ারগানের মঞ্চ থেকে ক্রিকেটের মাঠে: নতুন এক যাত্রায় শিল্পী আসিফ

গানের মঞ্চ থেকে ক্রিকেটের মাঠে: নতুন এক যাত্রায় শিল্পী আসিফ

শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি:

বাংলাদেশের সংগীতাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র আসিফ আকবর এবার ভিন্নধর্মী এক উদ্যোগে পা রাখছেন। দীর্ঘদিন গানে গানে মানুষের হৃদয় জয় করার পর এবার তিনি যুক্ত হচ্ছেন দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা—ক্রিকেটকে ঘিরে এক বিশেষ প্রকল্পে। গানের সঙ্গে ক্রিকেটের আবেগকে একত্র করে দেশের ক্রীড়াপ্রেমীদের জন্য উপহার দিতে চান নতুন এক অভিজ্ঞতা।

আসিফ বলেন, “গান আমার প্রাণ, ক্রিকেট আমাদের গর্ব। আমি চাই এই দুই শক্তিকে একসাথে মেলাতে। আমার কাজের মাধ্যমে ক্রিকেটের আবেগকে মানুষের হৃদয়ে আরও গভীরভাবে পৌঁছে দিতে চাই।”
আসিফের এই নতুন যাত্রা শুধুই একটি গানে সীমাবদ্ধ নয়। বরং এতে থাকছে একগুচ্ছ সৃজনশীল ও বৈচিত্র্যময় আয়োজন:
বাংলাদেশের ক্রিকেট সাফল্য, খেলোয়াড়দের সংগ্রাম ও স্বপ্ন নিয়ে তৈরি হবে মৌলিক গান। থাকবে অনুপ্রেরণা, দেশপ্রেম এবং তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করার বার্তা।
গ্রামের মাঠ থেকে জাতীয় দলে আসা প্রতিভাবান ক্রিকেটারদের সংগ্রামী পথচলা তুলে ধরা হবে চিত্রায়ণে। জীবনের গল্প বলবে এই ডকু-প্রজেক্ট।
আসন্ন বিশ্বকাপ বা বড় সিরিজকে ঘিরে আয়োজিত হবে কনসার্ট। যেখানে গান ও ক্রিকেটের গল্প একত্র হয়ে তৈরি করবে ভিন্নমাত্রার বিনোদন।
ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের আগ্রহ তুঙ্গে।একজন ভক্ত লিখেছেন, “আমরা এতদিন ক্রিকেটে জয় দেখে হাততালি দিয়েছি। এবার যদি আসিফ ভাইয়ের গানে ক্রিকেটের সেই আবেগ উঠে আসে, তবে সেটা হবে দ্বিগুণ আনন্দ।”
অনেকে এই উদ্যোগকে সাহসী ও সময়োপযোগী বললেও কেউ কেউ এটিকে ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন।
তবে বিশ্লেষকদের একাংশ মনে করেন, “সংগীত ও ক্রীড়ার এমন মেলবন্ধন যদি সঠিকভাবে বাস্তবায়ন হয়, তবে বাংলাদেশের বিনোদন জগতে এটি একটি নতুন ধারা তৈরি করতে পারে।”
এই প্রকল্প দিয়ে থেমে যেতে চান না আসিফ। ভবিষ্যতে তিনি পরিকল্পনা করছেন তরুণ ক্রিকেটারদের নিয়ে সাংস্কৃতিক আয়োজন,আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ক্রিকেট প্রচারে অংশগ্রহণ।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ