শুক্রবার, জুলাই ১১, ২০২৫
No menu items!
বাড়িআন্তর্জাতিকপাকিস্তানে যাত্রীবাহী বাস থেকে নামিয়ে গুলি করে ৯ জনকে  হত্যা 

পাকিস্তানে যাত্রীবাহী বাস থেকে নামিয়ে গুলি করে ৯ জনকে  হত্যা 

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি যাত্রীবাহী বাস থামিয়ে ৯ যাত্রীকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। শুক্রবার (১১ জুলাই) ভোরে ঝোব জেলার একটি মহাসড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।ঝোবের সহকারী কমিশনার নবীদ আলম গণমাধ্যমকে জানান, কুয়েটা থেকে লাহোর যাচ্ছিল একটি বাস। পথে বাসটি থামিয়ে যাত্রীদের জাতীয় পরিচয়পত্র যাচাই করে ৯ জনকে নামিয়ে নেয় সশস্ত্র হামলাকারীরা। পরে তাদের গুলি করে হত্যা করা হয়। নিহত সবাই পাঞ্জাব প্রদেশের বিভিন্ন অঞ্চলের বাসিন্দা।

আলম বলেন, নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেখানেই ময়নাতদন্ত শেষে দাফনের ব্যবস্থা নেওয়া হবে।বেলুচিস্তানে এর আগেও এ ধরনের হামলার ঘটনা ঘটেছে। অতীতে পাঞ্জাবের বাসিন্দাদের লক্ষ্য করে এ ধরনের টার্গেট কিলিংয়ের দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী বেলুচ গোষ্ঠীগুলো। তবে শুক্রবারের এই হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি।এদিকে, বেলুচিস্তানের রাজধানী কুয়েটা ছাড়াও লোরালাই ও মাসতুনগ শহরে আরও তিনটি হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে প্রাদেশিক সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ। তবে তিনি দাবি করেন, নিরাপত্তা বাহিনী সময়মতো ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।বেলুচিস্তানের স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত থেকে প্রদেশের বিভিন্ন স্থানে হামলা চালায় বিদ্রোহীরা। তারা একাধিক চেকপোস্ট, পুলিশ স্টেশন, সরকারি স্থাপনা, ব্যাংক এবং টেলিযোগাযোগ টাওয়ারে হামলা চালিয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতে জড়ায়। তবে এসব হামলায় হতাহতের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন মুখপাত্র শাহিদ রিন্দ।

উল্লেখ্য, ইরান ও আফগানিস্তান সীমান্তঘেঁষা বেলুচিস্তান প্রদেশে দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ চলছে। এই খনিজসমৃদ্ধ প্রদেশে প্রায়ই নিরাপত্তা বাহিনী, সরকারি প্রকল্প এবং চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (CPEC) সংশ্লিষ্ট কর্মকাণ্ডের ওপর হামলা চালায় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো।

চলতি বছরের মার্চে গওয়াদার বন্দরের কাছে কালমাত এলাকায় পাঁচ নির্মাণ শ্রমিককে গুলি করে হত্যা করা হয়। এর আগে ফেব্রুয়ারিতে বারখান এলাকায় বাস থামিয়ে পাঞ্জাবের সাত যাত্রীকে হত্যা করে বিদ্রোহীরা।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ