রবিবার, আগস্ট ১৭, ২০২৫
No menu items!
বাড়িআন্তর্জাতিকনিজের নয়, জনগণের ইচ্ছায় দায়িত্ব নিয়েছি : প্রধান উপদেষ্টা

নিজের নয়, জনগণের ইচ্ছায় দায়িত্ব নিয়েছি : প্রধান উপদেষ্টা

নিজের ইচ্ছাতে নয়, দেশের জনগণের ইচ্ছায় সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেছেন, ‘পরিবর্তনের দাবি ব্যক্তিগতভাবে তার পক্ষ থেকে আসেনি, এটি জনগণের পক্ষ থেকে এসেছে এবং তিনি কেবল তাদের নির্বাচিত পথ ধরে পথপ্রদর্শন করছেন।গত ১১-১৩ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় সফর করেন প্রধান উপদেষ্টা। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামাকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘এটা আমার নয়, এটা সেসব মানুষের চাওয়া, যারা পরিবর্তন চেয়েছিলেন। তারা যেভাবে চলতে চান, আমি শুধু তাদের সেভাবে চলতে সহায়তা করছি।
সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, ভোট দেওয়ার জন্য কেউ ১০ বছর ধরে অপেক্ষা করছেন, কেউ ১৫ বছর ধরে।
তিনি আরও বলেন, ‘কল্পনা করুন, আপনার বয়স ১৮ বছর হয়েছে। আপনি ভোট দিতে আগ্রহী। কিন্তু আপনার কখনো সেই সুযোগ আসেনি। কারণ সত্যিকার অর্থে কখনো নির্বাচনই হয়নি। এবার তারা প্রথমবারের মতো ভোট দিতে পারবেন।
সামনে থাকা চ্যালেঞ্জগুলো স্বীকার করে অধ্যাপক ইউনূস বলেন, ‘এখানে অনেক অসুবিধা। অনেকেই এটাকে ব্যাহত করতে চায়। কেননা, বাংলাদেশ থেকে বিতাড়িত রাজনৈতিক উপাদানগুলো পুরো ব্যবস্থাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে গত ১১ আগস্ট তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় যান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সফরের শেষ দিকে বারনামা’র প্রধান সম্পাদক আরুল রাজু দুরার রাজ অধ্যাপক ইউনূসের সাক্ষাৎকারটি নিয়েছেন।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ