রবিবার, মে ১৮, ২০২৫
No menu items!
বাড়িআন্তর্জাতিকট্রাম্পের সম্মানে নারীদের খোলা চুলের নৃত্য!আসল ঘটনা কী?

ট্রাম্পের সম্মানে নারীদের খোলা চুলের নৃত্য!আসল ঘটনা কী?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর নানা কারণে সংবাদ শিরোনামে উঠে এসেছে। সফরের সময় তার করা কৌশলগত চুক্তিগুলোর পাশাপাশি চোখ ধাঁধানো রাজকীয় অভ্যর্থনাও ব্যাপকভাবে আলোচিত হয়েছে। তবে সংযুক্ত আরব আমিরাতে দেওয়া এক বিশেষ অভ্যর্থনা সামাজিক মাধ্যমে নতুন করে বিতর্ক তৈরি করেছে। ট্রাম্পের সফর শুরু হয় সৌদি আরব দিয়ে। সেখানে সাদা আরব ঘোড়ায় চড়ে তাকে স্বাগত জানানো হয়। তার চলার পথ বিছিয়ে দেওয়া হয় মর্যাদাসূচক বেগুনি গালিচা। কাতারে পৌঁছার সময় ঘোড়ার পাশাপাশি উটও যোগ হয় স্বাগত আয়োজনে। তার গাড়িবহরে ছিল সাইবার ট্রাকও, যা প্রযুক্তি ও আধুনিকতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়।

তবে সবচেয়ে বেশি আলোচনায় আসে সংযুক্ত আরব আমিরাতে ট্রাম্পের অভ্যর্থনা। সেখানে সাদা ঐতিহ্যবাহী পোশাক পরা স্থানীয় নারীরা তাকে স্বাগত জানানোর জন্য পরিবেশন করেন এক বিশেষ ধরনের নৃত্য। এই নাচে নারীরা খোলা চুল দুলিয়ে ট্রাম্পকে অভ্যর্থনা জানান, আর তিনি সেই সারির মাঝ দিয়ে হেঁটে যান। এই মুহূর্তের ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে এবং তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা।অনেকে জানতে চান, এই নাচটি কী এবং কেন তা এমন একটি ইসলামি সংস্কৃতির দেশে জনসমক্ষে পরিবেশিত হলো?

চুল দোলানো এই নৃত্যটির নাম ‘আল আইয়ালা’। এটি সংযুক্ত আরব আমিরাত ও উত্তর ওমানের একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা। সাধারণত অতিথিদের স্বাগত জানাতে বিয়ে বা জাতীয় উৎসবে এই নৃত্য পরিবেশন করা হয়।
নৃত্যটি মূলত এক ধরনের প্রতীকী যুদ্ধ দৃশ্যের পুনর্নির্মাণ। এতে পুরুষেরা বাঁশের লাঠি হাতে সারিবদ্ধভাবে নাচে, আর নারীরা ড্রামের তালে তালে তাদের খোলা চুল নাচিয়ে পরিবেশনায় অংশ নেয়।
এ ছাড়া ‘আল আইয়ালা’ নৃত্যকে ইউনেস্কো মানবতার অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। ফলে এটি শুধু আমিরাত নয়, আন্তর্জাতিক পরিসরেও একটি মর্যাদাসম্পন্ন সংস্কৃতির নিদর্শন।
সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন উর্দু

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ