ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের বর্বরোচিত হামলায় কমপক্ষে ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। উত্তর গাজার জবালিয়া শহর ও শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক বিমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। আর দক্ষিণ গাজায় হাসপাতাল লক্ষ্য করে চালানো হামলায় আরও ৩০ জন প্রাণ হারিয়েছেন।
মূলত, হাসপাতালে হামলার কয়েক ঘণ্টা পরই উত্তর গাজায় এই ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। বুধবার (১৪ মে) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদমাধ্যমটি জানায়, ইসরায়েলি বাহিনী গাজায় হামলা তীব্রতর করেছে এবং মধ্যরাত থেকে কমপক্ষে ৫১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন। নিহতদের মধ্যে ৪৫ জনই উত্তর গাজায় মারা গেছেন।
আল জাজিরা আরও উল্লেখ করে, দক্ষিণ গাজার ইউরোপীয় ও নাসের হাসপাতাল লক্ষ্য করে চালানো বোমা হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। ওই হামলায় একজন সাংবাদিকও নিহত হয়েছেন, যিনি চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন।
২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের টানা হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৯০৮ জনে, আহত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৭২১ জন—মঙ্গলবার এমন তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।