সোমবার, জুলাই ২৮, ২০২৫
No menu items!
বাড়িআন্তর্জাতিকখামেনিকে প্রকাশে হত্যার হুমকি ইসরায়েলের

খামেনিকে প্রকাশে হত্যার হুমকি ইসরায়েলের

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের বিরুদ্ধে। একইসঙ্গে ইরানে নতুন করে হামলা চালানোর হুমকিও দিয়েছেন তিনি।

রোববার (২৭ জুলাই) ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় রামন বিমান ঘাঁটি পরিদর্শনকালে এ হুমকি দেন কাৎজ। খবর বার্তাসংস্থা আনাদোলু।
কাৎজ বলেন, ‘আমি এখান থেকে এক স্পষ্ট বার্তা দিতে চাই স্বৈরশাসক খামেনিকে: যদি তুমি ইসরায়েলকে হুমকি দিতে থাকো, আমাদের দীর্ঘ হাত আবারও তেহরানে পৌঁছাবে—এইবার আরও শক্তিশালীভাবে, এবং এবার সেটা তোমার দিকেই ব্যক্তিগতভাবে।’
আনাদোলুর ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের এমন হুমকির পর ইরানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে ইসরায়েলের এ হুমকির পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলি মন্ত্রীর এ হুমকি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং এটি ব্যক্তি  হত্যার হুমকি হিসেবে বিবেচিত হতে পারে। বিষয়টি মধ্যপ্রাচ্যে নতুন করে আবার উত্তেজনা তৈরি করতে পারে।
এর আগে গত ১৩ জুন শুরু হওয়া ইসরায়েল-ইরান সংঘাতে পরস্পর দুই দেশই একে অপরের সামরিক ও পরমাণু স্থাপনায় হামলা চালায়। প্রথমে ইসরায়েল ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। এর জবাবে তেহরান ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
এ সংঘাতে যুক্তরাষ্ট্রও সরাসরি জড়িত হয়—তারা ইরানের তিনটি পরমাণু স্থাপনায় বোমা হামলা চালায়।
সর্বশেষ ২৪ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, যা এখনো বহাল রয়েছে। তবে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এ ধরনের উসকানিমূলক বক্তব্য নতুন করে উত্তেজনার আশঙ্কা বাড়িয়েছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ